Bharat Bandh Nov 26: 'দিলীপ ঘোষকেই সাহায্য করছেন মমতা', মন্তব্য সুজনের, 'ধর্ম আছে, ঘট আছে, ধর্মঘট নেই', খোঁচা দিলীপের

আজ দেশজুড়ে বামেদের ধর্মঘট। বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ চলছে। বনধ নিয়ে সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ' বাংলার মানুষ মানবে না। দেশের মানুষ মানবে না। দেশ জুড়ে ধর্মঘট। দিলীপ ঘোষরা কিছু জানেন না। Dilip Ghosh-কে সাহায্য করার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনধের বিরোধিতায় নেমেছেন। কারণ মোদির কাছ থেকে সার্টিফিকেট চাই। এসব অসভ্যতা মানুষ মানবে না। অন্যদিকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'ধর্মঘট কোথায়? ধার্মিক দেশে কোনও ধর্মঘট হবে না। ধর্ম আছে। ঘট আছে ধর্মঘট বলে কিছু নেই। বাংলায় এই করে করে সর্বনাশ হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola