সাড়ে তিন বছর পর পাহাড়ে বিমল গুরুঙ্গ, করবেন জনসভা

Continues below advertisement
সাড়ে তিন বছর পর পাহাড়ে যাচ্ছেন বিমল গুরুঙ্গ। দার্জিলিং মোটর স্ট্যান্ডে জনসভা করবেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা তথা GTA-র প্রাক্তন চেয়ারম্যান। গুরুঙ্গের সভা উপলক্ষে পাতেলাবাসে সাজো সাজো রব। এই জনসভা শুরু হবে দুপুর বেলা। পাতেলাবাসের দলীয় কার্যলায়ে তৎপরতা। গতকালও সভা করেছেন গুরুঙ্গ। তবে পাহাড়বাসী কতটা গুরুঙ্গকে মেনে নেয় সেটাই এখন দেখার। পাহাড়ে ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তার করতে চাইছেন গুরুঙ্গ। তাঁকে নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া চলছেই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram