বিধি না মেনে বিসর্জনের চেষ্টা, নলহাটিতে পুলিশ আটকালে থানার সামনে প্রতিমা রেখে বিক্ষোভ
বীরভূমের নলহাটিতে করোনা বিধি না মেনে বিসর্জনের চেষ্টা। পুলিশ বাধা দেওয়ায় থানার সামনে প্রতিমা রেখে বিক্ষোভ। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি হাতে তাড়া পুলিশের। থানার তরফে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়।