বীরভূমের খয়রাশোলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার দলের নেতাই! 'বিজেপির ষড়যন্ত্র' বলছে তৃণমূল
Continues below advertisement
বীরভূমের খয়রাশোলে দলীয় কর্মী খুনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা। যা নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। দলীয় নেতার গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। সবকিছুতেই বিজেপির ভুত দেখছে, কটাক্ষ বিজেপি শিবিরের। চারমাস আগে খুন হন দলীয় কর্মী। আর সেই ঘটনায় গ্রেফতার হলেন তৃণমূল অঞ্চল সভাপতি। বীরভূমের খয়রাশোলের ঘটনা।
Continues below advertisement
Tags :
Khoyrashole TMC’s Clash TMC Leader Death Tmc Leader Arrest ABP Ananda LIVE Abp Ananda Birbhum TMC