Bird Flu: ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক, সব জেলাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর
Continues below advertisement
করোনা (Corona) আবহে আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। ইতিমধ্যেই ১০ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। ছত্তিশগড়ে পরপর পাখির মৃত্যু উৎকণ্ঠা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বার্ড ফ্লু নিয়ে কলকাতা-সহ সব জেলাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। অ্যাডভাইসরিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে, যারা পোল্ট্রিজাত জিনিস নিয়ে কাজ করেন, তারা যেন কাজ করার সময়ে গ্লাভস, ফেস শিল্ড ও পিপিই পরে কাজ করেন। কাজশেষে এইসব সামগ্রী ফেলে দিতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে।
Continues below advertisement
Tags :
Warning Issued Chhattishgarh Bird Flu Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata