BJP Allegedly occupies TMC's party OFC at Khejuri: 'রাতের অন্ধকারে বিজেপির বাইক বাহিনী তাণ্ডব', খেজুরিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ

Continues below advertisement
শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদে ইস্তফার পরেই অশান্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি।তৃণমূল কার্যালয় ভাঙচুর-দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে খেজুরি-হেড়িয়া রোড ঘণ্টাদুয়েক অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

তৃণমূলের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে বিজেপির বাইক বাহিনী তাণ্ডব চালায়। ভাঙচুর করা খেজুরির কণ্ঠীবাড়ি, হলুদবাড়ি, নিয়ামোড়, আইলাচক এলাকার ৬টি পার্টি অফিস। তৃণমূলের পতাকা ছিঁড়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram