টার্গেট ২১: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নয়া হাতিয়ার 'বেঙ্গল এগেইনস্ট কোরাপশন'!
টার্গেট একুশের ভোট। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে নতুন প্রচার কর্মসূচিতে নামছে বিজেপি। নাম 'বেঙ্গল এগেইনস্ট কোরাপশন'। দুর্নীতির শিকার হলেই হোয়াটসঅ্যাপ করে জানান। পাশে থাকার আশ্বাস বিজেপির রাজ্য সভাপতির। মানুষকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, লাভ হবে না। পাল্টা কটাক্ষ শোভনদেবের।