বারাবনিতে মাফিয়ারাজ চালাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি বাবুলের
Continues below advertisement
আসানসোলের বারাবনিতে বিজেপির (BJP) 'আর নয় অন্যায়' অভিযানে হামলার অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি।
যে ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এলাকার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, 'অপরিণত, নির্বোধ তৃণমূলের রাজনীতিকদের কথা মানুষ বিশ্বাস করবে না। বারাবনির ব্লক প্রেসিডেন্ট অসিত মন্ডল সব থেকে বড় কয়লা মাফিয়া। অজয় নদে বালির চোরা কারবারের মাফিয়ারা ওখানেই আছে। পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ করেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। CBI-এর রেড চলছে। সমস্ত বড় কয়লা মাফিয়ারা ওখানে একের পর এক গ্রেফতার হচ্ছে।'
গত লোকসভা ভোটের ভিত্তিতে ওখানের নয়টি আসনের সবকটিতেই এগিয়ে বিজেপি, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূল বিজেপির কর্মসূচিতে বোমা মেরেছে, বলেই অভিযোগ তাঁর। পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ওখানে লিড আমাদেরই। ঘটনার তদন্ত হোক, দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করা হোক।
যে ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এলাকার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, 'অপরিণত, নির্বোধ তৃণমূলের রাজনীতিকদের কথা মানুষ বিশ্বাস করবে না। বারাবনির ব্লক প্রেসিডেন্ট অসিত মন্ডল সব থেকে বড় কয়লা মাফিয়া। অজয় নদে বালির চোরা কারবারের মাফিয়ারা ওখানেই আছে। পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ করেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। CBI-এর রেড চলছে। সমস্ত বড় কয়লা মাফিয়ারা ওখানে একের পর এক গ্রেফতার হচ্ছে।'
গত লোকসভা ভোটের ভিত্তিতে ওখানের নয়টি আসনের সবকটিতেই এগিয়ে বিজেপি, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূল বিজেপির কর্মসূচিতে বোমা মেরেছে, বলেই অভিযোগ তাঁর। পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ওখানে লিড আমাদেরই। ঘটনার তদন্ত হোক, দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করা হোক।
Continues below advertisement
Tags :
Barabani Jitendra Tiwari Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Trinamool Congress Babul Supriyo Abp Ananda BJP TMC