BJP Rath Yatra: ‘রথযাত্রা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে’, রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আইনজীবীর
Continues below advertisement
বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবী। মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ মজুমদার। ৫টি রথ রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। ৬ তারিখ, শনিবার নবদ্বীপ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জে পি নাড্ডা (JP Nadda), এর দু’দিন পর বিজেপি সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতেই তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রওনা দেবে হবে আরও দুটি রথ। ১১ ফেব্রুয়ারি অমিত শাহ কোচবিহার থেকে রথযাত্রার উদ্বোধন করবেন, বিজেপি সূত্রে খবর কাকদ্বীপ থেকেও রথযাত্রার কথা রয়েছে। এমন ৫ জায়গা থেকে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা হলে বড় গন্ডগোলের আশঙ্কা, তাই যেন অনুমতি না দেওয়া হয়, আবেদনে বলা হয়েছে। সম্ভবত কাল শুনানি।
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE PIL Calcutta High Court Rath Yatra Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021