BJP Worker Ulen Roy’s Death: বিজেপি সাংসদদের সামনে কান্নায় ভেঙে পড়লেন নিহত বিজেপি কর্মীর স্ত্রী, অকুলপাথারে পরিবার, এদিকে চড়ছে রাজনীতির তরজা

Continues below advertisement

BJP কুৎসা করে ঝড়ের বেগে। মিথ্যে কথা বলে লোক মারে। নিজে মিছিল করে নিজেই লোক মারে, দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বিজেপি কর্মী আন্দোলন করতে গিয়ে বিজেপি কর্মীকেই গুলি করে মারছেন, কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ একথা বিশ্বাস করবেন না, পাল্টা বিজেপি। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর পর একদিন পেরিয়ে গেছে। কিন্তু মৃত্যুর কারণ ঘিরে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চলছে। এখনও ঘটনাস্থলে আতঙ্কের ছাপ স্পষ্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram