BJP's Jogdaan Mela in Dumurjala Stadium: 'রাজীব আসায় একটা বৃত্ত পূর্ণ হল, ২০২১ সালে আসল পরিবর্তন হবে', মন্তব্য Suvendu Adhikari-র

Continues below advertisement
ডুমুরজলা স্টেডিয়ামে (Dumurjala Stadium) বিজেপির (BJP) যোগদান মেলায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "আমি, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) একসঙ্গে লড়েছিলাম। আমার পর রাজীব বিজেপিতে আসায় একটা বৃত্ত পূর্ণ হল। তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক দল নেই, এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। আগামীদিনে হাওড়ায় কি হতে চলেছে, সেবিষয়ে আর কোনও সন্দেহ নেই। দিল্লিতে যে সরকার, কলকাতাতেও সেই সরকার কর‍তে হবে।" তিনি যোগ করেন, "আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি, আসল পরিবর্তন ২০২১ সালে হবে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram