৮ অক্টোবর বিজেপির নবান্ন ঘেরাও, দলীয় কোন্দল মেটাতে ভার্চুয়াল সভায় নির্দেশ নাড্ডার
Continues below advertisement
৬ অক্টোবরের পরিবর্তে বিজেপির নবান্ন ঘেরাও অভিযান হবে ৮ অক্টোবর। অক্টোবর ও নভেম্বর জুড়ে হবে একাধিক ভার্চুয়াল সভা। গতকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিজেপি নেতা ও সাংসদরা। সূত্রের খবর, সেই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বার্তা দেন, কোনওভাবেই যেন রাজ্য নেতৃত্বের মতভেদ প্রকাশ্যে না আসে।
Continues below advertisement
Tags :
Nabanna Gherao On October 8 Nabanna Gherao ABP Ananda LIVE Abp Ananda BJP TMC Dilip Ghosh JP Nadda