BJP’s Uttarkanya Abhijan: ‘এখন তো পুলিশ আর গুন্ডা একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তাহলে পুলিশের বেশে কী TMC দুষ্কৃতীরা ঢুকেছিল?’, দলীয় কর্মীর পোস্ট-মর্টেম রিপোর্ট প্রসঙ্গে Dilip Ghosh

"খালি উলেন রায় নয়, এছাড়াও আরও ১০ জনের গায়ে এরকম গুলি লেগেছে। পুলিশ ডেকেছে যাতে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। পুলিশ গুলি না চালালে আর কে চালাবে? এখন তো পুলিশ আর গুন্ডা একসঙ্গে দাঁড়িয়ে থাকে। তাহলে কি পুলিশের বেশে দুষ্কৃতীরা ঢুকেছিল?", প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে। 'শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। পুলিশ এধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট যে উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে।' ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ট্যুইট পশ্চিমবঙ্গ পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola