BJP’s Uttarkanya Abhijan: ‘প্রয়োজনে আদালতে যাব,' হুঙ্কার BJP-র, 'হয়তো ওরাই অস্ত্র এনেছিল', পাল্টা সৌগত

গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে। 'শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। পুলিশ এধরণের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট যে উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে।' ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ট্যুইট পশ্চিমবঙ্গ পুলিশের। 'আমরা চেয়েছিলাম দিনের আলোয় পোস্টমর্টেম হোক, কিন্তু হল না। কেন? আমরা আদালতে যাব', জানাচ্ছেন বিজেপি নেতারা। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, 'এসব বলে লাভ নেই, হয়তো বিজেপি কর্মীরাই অস্ত্র নিয়ে এসেছিল। ওরা আদালতে গেলে যাক।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola