Budget 2021: হল না মধ্যবিত্তের তাৎক্ষণিক সুরাহা, পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করল কেন্দ্র

দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) দ্বিতীয় বাজেটে (Budget) মধ্যবিত্তদের জন্য মিলল না কোনও তাৎক্ষণিক সুরাহা। তবে দীর্ঘমেয়াদি সুফলের আশায় পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করা হয়েছে। করোনা (Corona) আবহে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ল প্রায় ১৩৭ শতাংশ। আয়কর কাঠামো বদলাল না। উল্টে দাম বাড়ল রোজ কাজে লাগে এমন বহু জিনিসের। তবে দীর্ঘমেয়াদি সুফলের আশায় পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করা হল। করোনাকালে আইসিইউতে চলে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে মোদি সরকার কী দাওয়াই দেয়, সেদিকে নজর ছিল গোটা দেশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola