Bus Strike Update: বৈঠকে অধরা রফাসূত্র, বৃহস্পতিবার থেকে তিনদিনের বাস ধর্মঘটে অনড় সংগঠনগুলি

Continues below advertisement
আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি রাজ্যে বাস ও মিনিবাস ধর্মঘটের (Bus Strike) ডাক দিয়েছে একাধিক বাস মালিক সংগঠন। জ্বালানির ওপরে জিএসটি বসানো, ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক। এর মধ্যে রবিবারও অধরা রইল রফাসূত্র। ৭২ ঘণ্টা বাস ধর্মঘটের সিদ্ধন্তে অনড় মালিকরা। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৮৭ টাকা ১১ পয়সা প্রতি লিটার, অন্যদিকে একদিনে ৩৬ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯ টাকা ৮৪ পয়সা। বাস মালিকদের মতে, পেট্রল-ডিজেলে জিএসটি বসানো হলে অনেকটাই দাম কমবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram