ছটে শোভাযাত্রার অনুমতি নয়, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরগানী ট্রেন বন্ধ রাখলে ভাল', জানাল হাইকোর্ট
Continues below advertisement
দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নিষিদ্ধ হয়েছে। ছটপুজোতেও শোভাযাত্রা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শুনানির সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের কাছে ছট নিয়ে পরিকল্পনা জানতে চান। কিন্তু কোনও পরিকল্পনার কথা এখনও পর্যন্ত তাঁরা জানাতে পারেননি। তারই প্রেক্ষিতে আপাতত এই সিদ্ধান্ত। পাশাপাশি কালীপুজোর দিন ট্রেন বন্ধ রাখলে ভালো। জগদ্ধাত্রী পুজোর দিন চন্দননগরগামী ট্রেন বন্ধ রাখলে ভালো, পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। দুপুর সাড়ে ৩টে নাগাদ ফের শুরু বিচারপর্ব। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
Continues below advertisement
Tags :
Procession On Chhat Puja Justice Sanjib Banerjee ABP Ananda LIVE Chhat Puja Calcutta High Court Abp Ananda