Cattle Smuggling Probe: এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে আরও এক বিএসএফ কম্যান্ডান্ট

Continues below advertisement
গরু পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ। এবার গরু পাচারকাণ্ডে এক বিএসএফ (BSF) কম্যান্ডান্টকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বিএসএফ কম্যান্ডান্ট অমৃক সিংহকে (Amrik Singh) জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ চলে প্রায় ৫ ঘণ্টা ধরে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিএসএফ ও শুল্ক বিভাগের যোগসাজশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। করা হয়েছে আর্থিক লেনদেন-সংক্রান্ত প্রশ্নও। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে তিনি মূল অভিযুক্ত এনামুল হককে চেনেন কি না। খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ কম্যান্ডান্ট অমৃক সিংহের বয়ান।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram