CBI investigation in Sharada Case: 'কে কাকে কত টাকা দিয়েছে, আমি কিছুই জানি না', সিবিআইয়ের আবেদনে মন্তব্য রজত মজুমদারের
Continues below advertisement
রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সিবিআইয়ের আবেদন। ২৭৭ পাতার আবেদনে চাঞ্চল্যকর অভিযোগ। ২০১৩ সালে ইডির কাছে কুণাল ঘোষের বয়ান। সেই বয়ানকে হাতিয়ার করেছে সিবিআই। কুণাল ঘোষ সেই বয়ানে বলেছিলেন, ২০৫ জন প্রার্থীকে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা ছিল সারদা ও অ্যালকেমিস্টের। পাশাপাশি লাল ডায়রির প্রসঙ্গ উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, 'আমি এই তদন্তে বলির পাঁঠা হয়েছি। একটা বড় চক্রান্ত আছে। এখনই মুকুল রায়কে গ্রেফতার করে জেরা করে হোক। আমি তদন্তে সবসময় সহযোগিতা করেছি। তবে এটুকু বলতে চাই আইন, আইনের পথে চলবে এবং রাজনীতি, রাজনীতির পথে চলবে।' এই তদন্তে নাম উঠে এসেছে প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদারের। তিনি বলেন, 'কে কাকে কত টাকা দিয়েছে, আমি এই বিষয়ে কিছুই জানি না।'
Continues below advertisement