কয়লা ও গরুপাচারকাণ্ডে তৎপর সিবিআই, ৩ আইপিএস, রাজ্য পুলিশের ৩ আধিকারিককে তলব
Continues below advertisement
কয়লা ও গরুপাচারকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই। ৩ আইপিএস, রাজ্য পুলিশের ৩ আধিকারিককে তলব।মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাইকে তলব। কল্লোল গণাই এখন আইবি-র আইজি পদে কর্মরত। মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকে তলব। অংশুমান সাহা এখন আসানসোল কমিশনারেটের ডিসিপি। ২ আইপিএস-কে গরু পাচারকাণ্ডে তলব সিবিআই-এর। হুগলির প্রাক্তন পুলিশ সুপার তথাগত বসুকেও তলব। তথাগত বসু বর্তমানে চন্দননগর কমিশনারেটের ডিসিপি। তথাগত বসুকে কয়লাকাণ্ডে তলব সিবিআই-এর। রাজ্য পুলিশের আরও ৩ আধিকারিককে তলব করল সিবিআই।
Continues below advertisement