Cattle Smuggling: গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ফের তলব, ১২ জানুয়ারি হাজিরার জন্য সমন সিবিআইয়ের
Continues below advertisement
গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ফের তলব। ১২ জানুয়ারি হাজিরার জন্য ফের সমন সিবিআইয়ের।
প্রথম সমনে ৪ জানুয়ারি হাজিরার নির্দেশ। ‘অসুস্থ বলে হাজিরা দিতে পারছেন না।’ সিবিআইকে মেল করে জানান বিনয়ের ভাই, খবর সূত্রের। সেই মেল আইডি-তেই ফের নোটিস সিবিআইয়ের।
এর আগে গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয়কে তলব করে সিবিআই। ৪ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বিনয়কে বাড়িতে না মেলায় নোটিস দেয় সিবিআই। বিনয়ের আলিপুর, রাসবিহারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। বিনয়ের বাড়িতে সিবিআইয়ের ৭ ঘণ্টা তল্লাশি। ‘বিনয়ের মাধ্যমেই পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে।’ একাধিক সাক্ষীর বয়ানে বিনয়ের নাম, খবর সিবিআই সূত্রে। বিনয়ের খোঁজ না মেলায় লুকআউট নোটিস জারি। বাজেয়াপ্ত করা হয়েছে বাড়ির সিসিটিভি-র হার্ডডিস্ক। বাড়িতে কাদের যাতায়াত, খতিয়ে দেখছে সিবিআই।
প্রথম সমনে ৪ জানুয়ারি হাজিরার নির্দেশ। ‘অসুস্থ বলে হাজিরা দিতে পারছেন না।’ সিবিআইকে মেল করে জানান বিনয়ের ভাই, খবর সূত্রের। সেই মেল আইডি-তেই ফের নোটিস সিবিআইয়ের।
এর আগে গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয়কে তলব করে সিবিআই। ৪ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বিনয়কে বাড়িতে না মেলায় নোটিস দেয় সিবিআই। বিনয়ের আলিপুর, রাসবিহারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। বিনয়ের বাড়িতে সিবিআইয়ের ৭ ঘণ্টা তল্লাশি। ‘বিনয়ের মাধ্যমেই পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে।’ একাধিক সাক্ষীর বয়ানে বিনয়ের নাম, খবর সিবিআই সূত্রে। বিনয়ের খোঁজ না মেলায় লুকআউট নোটিস জারি। বাজেয়াপ্ত করা হয়েছে বাড়ির সিসিটিভি-র হার্ডডিস্ক। বাড়িতে কাদের যাতায়াত, খতিয়ে দেখছে সিবিআই।
Continues below advertisement