Mamata Banerjee vs Centre: কেন্দ্রীয় সরকার সব বেচে দিচ্ছে, আমাদের জাতীয় সম্পত্তি বিজেপির ব্যক্তিগত সম্পদে পরিণত হতে দেব না, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
কেন্দ্রীয় সরকার সব বেচে দিচ্ছে। রেল, বিমান, কয়লা, বিএসএনএল, ভেল, ব্যাঙ্ক, প্রতিরক্ষা-এই সমস্ত বেচতে পারবে না। পরিকল্পনাহীন বিনিয়োগ এবং বেসরকারিকরণ নীতি প্রত্যাহার করা হোক। আমাদের জাতীয় সম্পত্তি বিজেপির ব্যক্তিগত সম্পদে পরিণত হতে দেব না। ৪ ডিসেম্বর, শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বৈঠক। সাধারণ মানুষের জীবনে অত্যাবশ্যকীয় পণ্য আইনের প্রভাব ও তার জেরে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারকে এই জনবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। আমি কৃষকদের জীবন-জীবিকা নিয়ে উদ্বিগ্ন। কেন্দ্রের উচিত কৃষক-বিরোধী আইন প্রত্যাহার করা। দ্রুত তা না হলে, রাজ্য ও দেশজুড়ে আমরা বিক্ষোভ দেখাব। আমরা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছি। ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 
অন্যদিকে, ভোটের মুখে কেন্দ্রবিরোধী আন্দোলনে নামছে তৃণমূল। কাল দলীয় বৈঠকে কর্মসূচির ঘোষণা, খবর সূত্রের। জেলা সভাপতি-শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নামছে তৃণমূল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আইন প্রত্যাহারেরও দাবি। রাষ্ট্রায়ত্ব সংস্থা বিলগ্নকরণের প্রতিবাদ জানানো হবে। কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের পাশে থাকার বার্তা তৃণমূলের। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram