নিমতায় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দল, সদস্যরা কথা বললেন স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে
আজও অব্যাহত কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন। কলকাতা ও আশেপাশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন প্রতিনিধিরা। নিমতায় পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয়দের থেকে জানতে চান, রেশন ঠিকমতো মিলছে কি না।
Tags :
Corona In Delhi Two Positive Corona Case Corona In Lucknow Corona Virus In India Corona In West Bengal Central Representatives China Corona Ration Union Health Minister Nimta Harsh Vardhan Corona Kolkata Police Abp Ananda Coronavirus