আবার অমানবিকতা, করোনা আতঙ্কে সৎকারে বাধা, ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল জন্ডিস রোগীর দেহ
রোনা আবহে অমানবিক আচরণের অভিযোগ। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় করোনা আতঙ্কে ২০ ঘণ্টা বাড়িতে পড়ে রইল মৃতদেহ। জ্বরে ভুগে গতকাল মৃত্যু হয় ষাটোর্ধ ওই ব্যক্তির। জন্ডিসজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সৎকার করতে গেলে গ্রামবাসীরা পরিবারকে বাধা দেয়। প্রশাসনের দাবি, দেরিতে খবর মেলায় আসতে দেরি হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে বলা হয়েছে, যাঁরা শ্মশানে গেছিলেন তাঁদের লালারস পরীক্ষা করা হবে। তবে তা নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি।
Tags :
Corona Latest Report ABP News Live Bengali Chandrakona Corona Crisis ABP Ananda LIVE Corona Fear Abp Ananda