লকডাউনে কোন কোন বিষয়ে ছাড়, নির্দেশ স্পষ্ট করলেন মুখ্যসচিব
বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে সোমবার থেকে শুরু হল লকডাউনের তৃতীয় দফা। রাজ্যে কি কি বিষয়ে ছাড়, সোমবার তা ফের একবার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যসচিব। গ্রিন জোনে ২০ জন যাত্রী নিয়ে চলতে পারে বাস, তবে সেক্ষেত্রে জেলার সীমানার বাইরে যাওয়া যাবে না। গ্রিন জোনে সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি খুলতে পারে নির্দিষ্ট কিছু দোকান, তবে কনটেনমেন্ট জোনে খুলবে না কিছুই। কিন্তু সোমবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গার ছবি ছিল অন্য। কাউকেই সেভাবে নির্দেশিকা মানতে দেখা যায়নি।
Tags :
Guideline Rajiv Sinha Corona State Government Chief Secretary Abp Ananda Lockdown West Bengal Covid-19