ফাঁসাতে চাইছে সিআইডি, বিস্ফোরক অর্জুন, ডাল মে কুছ কালা হ্যায় কেয়া?, কটাক্ষ ফিরহাদের
Continues below advertisement
বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে তাঁকে ফাঁসাতে চাইছে সিআইডি, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংহের। তিনি ফের একবার বলেন, মণীশ শুক্ল খুনের ঘটনা পুলিশ ও তৃণমূলের যৌথ ‘অপারেশন’। পাশাপাশি তাঁর দাবি, মণীশ খুনে আমাকে ফাঁসানোর ছক করা হচ্ছে। সিআইডি-র তরফে চক্রান্ত চলছে। পাশাপাশি তিনি একটি চ্যাট প্রকাশ্যে এনেছেন এবং তা দেখিয়েই দাবি করেছেন সিআইডি-র চক্রান্তের। 'অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে, সিআইডির কখন কারুর ওপর ব্যক্তিগত রাগ থাকতে পারে না। ডাল মে কুছ কালা হ্যায় ক্যা?', প্রশ্ন ফিরহাদের।
Continues below advertisement
Tags :
Khurram Contract Killer Nasir Sharp Shooter Srjun Singh Manish Shukla Murder Manish Shukla ABP Live BJP Leader Firhad Hakim Abp Ananda