৩৮ দিন পর বাড়ি ফিরলেন গোষ্ঠীদ্বন্দ্বে ঘরছাড়া ৮ তৃণমূল কর্মী, ‘ভুল বোঝাবুঝি মিটে গেছে’, জানালেন কোচবিহারের তৃণমূল সভাপতি

Continues below advertisement

কোচবিহারের তুফানগঞ্জে ৩৮ দিন পর বাড়ি ফিরলেন গোষ্ঠীদ্বন্দ্বে ঘরছাড়া তৃণমূল কর্মীরা। ৮ সেপ্টেম্বর, দেওচড়াই এলাকায় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে তত্কালীন অঞ্চল সভাপতি ফারুখ মণ্ডলকে সরিয়ে মুজিবর রহমানকে সেই পদে বসানোর নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, ওইদিন রাত থেকেই নতুন অঞ্চল সভাপতির অনুগামীরা প্রাক্তনের অনুগামীদের বাড়িতে ভাঙচুর চালায়। আতঙ্কে এলাকা ছাড়ে ২৮টি পরিবার। আজ তৃণমূলের জেলা সভাপতির উপস্থিতিতে ঘরে ফেরেন ওই তৃণমূল কর্মীরা। যদিও প্রধানের দাবি, কারা ঘরছাড়া, কারা ঘরে ফিরল, তা তিনি জানেন না। তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন, ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় ঘরে ফেরার সিদ্ধান্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram