যাত্রীদের পরীক্ষার জন্য হাওড়া স্টেশনে বসানো হল অটোমেটিক থার্মাল স্ক্যানার
Continues below advertisement
যাত্রীদের পরীক্ষার জন্য হাওড়া স্টেশনে বসানো হয়েছে অটোমেটিক থার্মাল স্ক্যানার। ইদানীং হাওড়া স্টেশনে রোজ একাধিক দূরপাল্লার ট্রেন আসছে বা যাচ্ছে। ফলে যাত্রীর চাপ বেড়েছে। প্রত্যেক যাত্রীকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করতে হলে সময় লাগবে। সেই সমস্যা এড়াতেই হাওড়া স্টেশনের ১ নম্বর গেটের সামনে বসানো হয়েছে ২টি অটোমেটিক থার্মাল স্ক্যানার। যাত্রীদের মুখে মাস্ক আছে কি না, বা শরীরের তাপমাত্রা কত, তা সবই দেখাচ্ছে স্ক্যানার। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ওই অটোমেটিক থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।
Continues below advertisement