করোনা: প্রায় চার মাস পর দেশে দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারে

Continues below advertisement

প্রায় চার মাস পরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৩০ হাজারে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৪৮।
সোমবার ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে সুস্থতার হার ৯১.৮১ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরীখে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। ৭২৮ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৭১৮।
বিশ্বজুড়ে চলতে থাকা ভ্যাকসিন তৈরির চেষ্টার মাঝে বিভিন্ন সংস্থা দাবি করছে তাদের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতার কথা। এই প্রেক্ষাপটে ভারতে শুরু হচ্ছে কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কিন্তু ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে আসবে কবে, সেটাই এখন প্রশ্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram