কলকাতার বাইরে তিন জেলায় করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর, নজরদারির জন্য তৈরি হল বিশেষ দল
Continues below advertisement
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এই তিনটি জেলাতে নজরদারি চালাতে বিশেষ তৎপর প্রশাসন। চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসকদের নিয়ে তৈরি হল ৪টি বিশেষ দল। প্রতি দলে থাকবেন ৪ জন করে চিকিৎসক। তাঁরা এই তিন জেলায় ভাগে ভাগে নজরদারি চালাবেন।
Continues below advertisement
Tags :
Corona News Update Coronvirus News Covid 19 Update South 24 Pargana North 24 Pargana Corona Outbreak Hooghly Abp Ananda