State Corona: রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত, মৃত ১৭ । Bangla News

Continues below advertisement


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৪ হাজার পার! রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫জনের মৃত্যু। এ বিষয় কী বললেন একাধিক চিকিৎসক? 

এ বিষয় চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) বলেন, এই সংখ্যাগুলি দেখতে কারোরই ভালো লাগছে না। বর্তমানে এই বিষয়টা এত বেশি সংক্রামক যে ক্রমশ লাফিয়ে বাড়ছে তা নয়, মেগা হাই জাম্প দিয়ে এই সংখ্যাগুলি আরও বাড়বে। বাস্তব পরিস্থিতিতে হয়ত এই সংখ্যাগুলি আরও বেশি। 

এ বিষয় চিকিৎসক অজয় সরকার (Ajay Sarkar) বলেন, আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি করোনা বিধি মেনে চলতে। জমায়েত এ়ড়িয়ে চলতে। অযথা বাইরে না বেড়োতে। কিন্তু এগুলো বলা হলেও আদৌ হচ্ছে কী? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram