রাজ্য সরকারি দফতরে দুটি শিফট চালু, কর্মীদের এক ঘণ্টা দেরি হলেও লাল কালি নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
রাজ্যে ৫ হাজারের বেশি বাস চলছে। এখনও কর্মস্থলে সবাই আসতে পারছেন না। পর্যাপ্ত পরিবহণ না থাকায় মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু সব কিছু বন্ধ করে রাখলেও সমস্যা। কেন্দ্র বলেছিল, লকডাউনে শ্রমিকদের বেতন দেবে সংস্থা। একদিকে রোগের প্রকোপ, আরেকদিকে পেটের টান। কেরলে শিক্ষকদের ৫ দিন বেতন কমানো হয়েছে শুনেছি। কেন্দ্রও সিদ্ধান্ত নিয়েছে ১ দিনের বেতন কাটার। দেশজুড়ে কর্মে সর্বনাশ, পরিকল্পনায় বিনাশ। মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক দূরভিসন্ধি। মানুষের হয়ে কথা বলার লোক আজ কম। কোনও উপায় নেই, দোকান খুলতে হচ্ছে। ৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি, মনে হয় জুলাই হয়ে যাবে। জুলাইয়ে স্কুল খুলবে না, পরীক্ষা হবে। বেসরকারি স্কুলের কাছে আবেদন ফি বাড়াবেন না। মানুষের হাতে এখন টাকা নেই। কর্মীদের এক ঘণ্টা দেরি হলেও লাল কালি নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram