পরিযায়ী শ্রমিকদের কাজে যোগ দেওয়া নিয়ে বিক্ষোভের জের, ডোমজুড়ে বন্ধ হয়ে গেল রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা

Continues below advertisement

পরিযায়ী শ্রমিকদের কাজে যোগ দেওয়া নিয়ে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল কারখানা। ওই ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে জালান কমপ্লেক্সে রেলের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায়। ওই কারখানায় প্রায় ২০০ জন কর্মী কাজ করেন। গত রবিবার দিল্লি থেকে ফেরার পর ৬ জন পরিযায়ী শ্রমিক কাজে যোগ দেন। তারপরই কারখানার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  অন্য কর্মীরা পরিযায়ী শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন বলে অভিযোগ। আজ সকালে ওই ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই কারখানা কর্তৃপক্ষ লকআউট এর নোটিস ঝুলিয়ে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram