কেন্দ্রের গাফিলতির কারণেই রাজ্যে প্রথমে করোনা টেস্টে দেরি হয়েছে, দাবি সুব্রত বক্সীর
‘কেন্দ্রের গাফিলতির কারণেই প্রথমে টেস্টে দেরি। এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার করোনা পরীক্ষা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য। কেন্দ্রের ক্ষমতাসীন দল মমতার বিরুদ্ধে অপপ্রচার করছে। পরিযায়ী শ্রমিকদের ধাপে ধাপে ফেরাতে চেয়েছিল রাজ্য। কিন্তু অপরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিকদের পাঠানো হল। ট্রেনে সামাজিক দূরত্ব মানা হয়নি। রাজ্যের পরিকল্পনা ভেস্তে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের সঙ্গে আলোচনা করে রাজ্যে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে ব্যর্থ মোদি সরকার। আক্রান্তের নিরিখে বিশ্বে ক্রমেই এগোচ্ছে ভারত। রেশনে অনিয়ম রুখতে একাধিক পদক্ষেপ রাজ্যের,’ বললেন সুব্রত বক্সী।
Tags :
Corona Sample Test Subrata Bakshi Coronavirus In Bengal Migrant Workers Abp Ananda Covid-19 TMC