বেসরকারি হাসপাতালে প্রায় ১,০০০টি করে বেড, প্রায় ৫০ শতাংশ বেড ফাঁকা, জানালেন মুখ্যসচিব
Continues below advertisement
বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক রাজ্য সরকারের। হাসপাতালগুলিতে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ আসছিল। তাই জন্যই আজকের এই বৈঠক, জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। সাংবাদিক বৈঠকে তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলিতে প্রায় ১,০০০ টি করে বেড আছে। সেখানে প্রায় ৫০ শতাংশ বেড ফাঁকা আছে। স্যাটেলাইট হেলথ ফেসিলিটি রয়েছে বেসরকারি হাসপাতালে, জানালেন মুখ্যসচিব।
Continues below advertisement
Tags :
CS Rajiv Sinha ABP News Live Bengali Private Hospitals ABP Ananda LIVE Coronavirus In Bengal Abp Ananda Nabanna Kolkata Coronavirus Covid-19