করোনা আক্রান্ত আলিপুর জেলা আদালতের দুই বিচারক

Continues below advertisement
আলিপুর জেলা আদালতের দু’জন বিচারক করোনা আক্রান্ত। এই প্রথম কলকাতার কোনও আদালতের বিচারক করোনা আক্রান্ত হলেন। গত ৩ জুন করোনা পরীক্ষার জন্য এক বিচারকের নমুনা সংগ্রহ করা হয়।  সেই রিপোর্ট পজিটিভ এসেছে।  বর্তমানে ওই বিচারক এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন। গত ২৮ মে তিনি আদালতে উপস্থিত ছিলেন। ওই সময় কারা তাঁর সংস্পর্শে এসেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রে খবর।  দ্বিতীয় যে বিচারক করোনা আক্রান্ত হয়েছেন, তিনি এজলাসে গিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।  এই প্রেক্ষিতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল বিচারকদের সংগঠন। আদালত খুললে নিরাপদে কীভাবে কাজ করা যাবে, সে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। আগামী ১১ জুন কলকাতা হাইকোর্ট খোলার কথা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram