Corona: শিয়াল-কুকুরে নিয়ে আসছে করোনা আক্রান্তের দেহাংশ! গ্রামবাসীদের প্রশ্নের মুখে প্রশাসন
Continues below advertisement
বীরভূমের লাভপুরের কেন্দুয়া পাথরঘাটাতে করোনা আক্রান্তদের মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশের সঙ্গে বচসা। থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
গত কয়েকদিন আগে এক করোনা আক্রান্তের দেহ সৎকার করা হয় একটি খোলা জায়গায়। গ্রামবাসীদের অভিযোগ, সেই দাহ প্রক্রিয়া সম্পন্ন না করেই প্রশাসন চলে যায়। তার দেহাংশ কুকুর-শিয়ালে টেনে নিয়ে আসে গ্রামের মধ্যে।
যা নিয়ে গ্রামে তৈরি আতঙ্কের পরিবেশ নিয়ে পুলিশে অভিযোগ করতে গেলে দুজন গ্রামবাসীকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ। আর তা থেকেই বিক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে।
যদিও পুলিশের দাবি, গ্রামের মধ্যে ঘটনা গন্ডোগোলের জেরেই তারা দুজনকে গ্রেফতার করেছিল। আর নির্দিষ্ট করোনা প্রোটোকল মেনেই দাহকার্য করা হয়েছিল।
Continues below advertisement
Tags :
Lavpur Kendua Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Live Ajker Khobor Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Corona Abp Ananda Birbhum