ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩০ লক্ষ, বেসরকারি হাসপাতালের খরচে লাগাম টানতে অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য কমিশনের
Continues below advertisement
দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩০ লক্ষ! দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ভারত। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ছুঁইছুঁই। সুস্থতার হার বেড়ে প্রায় ৭৫ শতাংশ।
অগ্রিম না দিতে পারলেও রোগীর চিকিৎসা থেকে ওষুধের মূল্যে ছাড়। করোনা আবহে বেসরকারি হাসপাতালের খরচে লাগাম টানতে ৫টি অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য কমিশনের। মহামারি আইন হাতে থাকা সত্বেও কেন শুধু উপদেশ? প্রশ্ন স্বাস্থ্যমহলের একাংশের। আলোচনা চায় বেসরকারি হাসপাতালগুলি।
অগ্রিম না দিতে পারলেও রোগীর চিকিৎসা থেকে ওষুধের মূল্যে ছাড়। করোনা আবহে বেসরকারি হাসপাতালের খরচে লাগাম টানতে ৫টি অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য কমিশনের। মহামারি আইন হাতে থাকা সত্বেও কেন শুধু উপদেশ? প্রশ্ন স্বাস্থ্যমহলের একাংশের। আলোচনা চায় বেসরকারি হাসপাতালগুলি।
Continues below advertisement
Tags :
Private Hospital Charges State Helath Commission Advisories India Corona Tally West Bengal Corona Tally Abp Ananda Coronavirus