Cow Smuggling Investigation: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা CBI আদালতের

Continues below advertisement
গরু পাচার-কাণ্ডে এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ CBI আদালত। তিনবার তাকে নোটিশ জারি করা হয়েছিল। প্রতিবার সময় দিয়েও তিনি গরহাজির ছিলেন। সিবিআইয়ের একটা সূত্র জানিয়েছে, Vinay Mishra পলাতক। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, খুঁজেও পাওয়া যাছে না। মাঝে তাঁর ভাই বিকাশ মিশ্রকে জেরা করেও কোনও খোঁজ পায়নি সিবিআই। তদন্তে এগিয়ে বারবার উঠে আসছে বিনয় মিশ্রের নাম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram