উমপুন সতর্কতা: হলদিয়া বন্দরে বন্ধ কাজ, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হল জাহাজ
Continues below advertisement
সকাল থেকে উমপুনের প্রভাব পড়তে শুরু করেছে গোটা হলদিয়া জুড়ে। কখনও ভারী বৃষ্টি, কখনও ঝোড়ো হাওয়া। সকালে হলদি নদীতে কিছুটা হলেও জলস্তর নেমেছে, কিন্তু প্রশাসনের আশঙ্কা, বিকেলে জোয়ারের সময়ই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে নদীর জলস্তর বেড়ে যাবে। হলদিয়া বন্দর থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। কাল সন্ধের পর কোনও পণ্য ওঠানো নামানো হচ্ছে না।
Continues below advertisement
Tags :
Amphan Speed Amphan Storm Amphan Cyclone Landfall Amphan Update ABP Ananda LIVE Amphan Cyclone