কার্শিয়ং, কালিম্পঙের মানুষ রাস্তায় নেমেছে, তারা গুরুংকে চায় না, দাবি বিনয়ের, পাহাড়ে শুরু দু’ই গোষ্ঠীর শক্তিপ্রদর্শন

Continues below advertisement

নবান্নে বৈঠকের মাঝেই পাহাড়ে শক্তিপ্রদর্শন বিমলপন্থী ও বিনয়পন্থী মোর্চা সমর্থকদের। দার্জিলিংয়ে মিছিল বিনয় তামাঙ্গ অনুগামীদের। অন্যদিকে মিরিকে বৈঠক করলেন গুরুঙ্গ অনুগামীরা। তাদের আশা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাহাড়ে পা রাখতে পারেন বিমল গুরুঙ্গ। গুরুঙ্গ মানেই অশান্তি, মন্তব্য বিনয়পন্থীদের।

পাহাড়ে হয়ত এটাই নিয়ম! বাম আমলে পাহাড়ের বেতাজ বাদশা ছিলেন সুবাস ঘিসিং!


আর তাঁর প্রধান লেফটেন্যান্ট ছিলেন বিমল গুরুং! কিন্তু, পরে সেই গুরুংই হয়ে ওঠেন পাহাড়ের রাজা! আর তাঁর জন্যই আর কোনওদিন পাহাড়ে ফেরা হয়নি সুবাস ঘিসিংয়ের!

আবার বিমল গুরুং যখন পাহাড়ের সম্রাট হয়ে ওঠেন, তখন তাঁর প্রধান শিষ্য ছিলেন বিনয় তামাং। কিন্তু, এখন সেই গুরুংয়েরই প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছেন বিনয়! পাহাড়ের রাশ আর কোনওভাবেই প্রাক্তন গুরুর হাতে ছাড়তে রাজি নন তিনি। এই পাহাড়ে শুরু হয়েছে দু’ই গোষ্ঠীর শক্তিপ্রদর্শন। লাগাতার দু’পক্ষ মিছিল করে চলেছে।
মঙ্গলবার দার্জিলিংয়ে মিছিল করেন বিনয়পন্থীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram