'কর্নাটক থেকে শ্রমিকদের ফেরাতে অস্বীকার করে রাজ্য,' দাবি দিলীপের
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, তাঁর কাছে খবর আছে যে, কর্ণাটকের নোডাল অফিসারকে পশ্চিমবঙ্গ সরকার বলেছে, একজন শ্রমিককেও ফেরানোর দরকার নেই। রাজ্যের হেল্পলাইন নম্বরে কেউ ফোন তোলে না। এখানকার নোডাল অফিসার কাউকে সাহায্য করেন না বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।
Tags :
State Governemnt Migrant Workers Karnataka Abp Ananda Lockdown Covid-19 Coronavirus Dilip Ghosh Mamata Banerjee