West Bengal Elections 2021: 'কাটমানিতে দিদিমণির ভাইদের পকেট ভরছে, আর মরছেন কৃষকরা', কটাক্ষ দিলীপ ঘোষের

Continues below advertisement
বিজেপি রাজ্য সভাপতি ফের একবার কাটমানি ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলছেন, "যে আলু ৫ টাকায় বিক্রি হয়, সেই আলু ৪৫ টাকায় কিনতে হয়েছে। পেঁয়াজ ৩ টাকায় বিক্রি করে ৮০ টাকায় কিনতে হয়েছে। এই তো রাজ্যের কৃষকদের অবস্থা। মুখ্যমন্ত্রীর ভাইরা কাটমানি খাচ্ছে, মরছে কৃষক।"

তিনি আরও বলেন, 'সবাইকে সন্দেহ বাতিকের পর্যায়ে চলে গিয়েছে। ভাবছেন, সবাই বোধহয় বিজেপি হয়ে গিয়েছে। এটা একটা অসুখের পর্যায়ে চলে গিয়েছে। '
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram