করোনায় মৃত্যু হল নৈহাটির চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্যের
ফের করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু। মৃত্যু হল নৈহাটির চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্যের। গত শনিবার করোনা উপসর্গ নিয়ে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে তাঁর অবস্থার অবনতি হলে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
Tags :
Dr. Hiranmay Bhattacharjee E M Bypass Private Nursing Home Belghoria ABP Live COVID Naihati Abp Ananda