Dry Run of Corona Vaccine Across State: কলকাতার পাশাপাশি পরিকাঠামো খতিয়ে দেখতে জেলায়-জেলায় শুরু টিকাকরণের মহড়া

Continues below advertisement
NRS হাসপাতালের Community Medicine Department-এ হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। ধাপে ধাপে হচ্ছে এই প্রক্রিয়া। প্রথমে নাম ও মেসেজ যাচাই করা হচ্ছে, এরপর নিয়ে যাওয়া হচ্ছে Waiting Room-য়ে, এরপর টিকাকরণের ঘরে নিয়ে যাওয়া হবে। যদিও এটি একটি মহড়া। আদর্শবিধি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে NRS হাসপাতালে। ২৮ দিন পর ফের আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে সিউড়ির স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের দূরত্ব বজায় রাখার জন্য দাগ কাটা হয়েছে। পাশাপাশি কোচবিহার জেলার তিনটি কেন্দ্রে হচ্ছে এই ড্রাই রান।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram