আজ ষষ্ঠী, বিল্ববৃক্ষের রাত কাটিয়ে কাল দেবী দুর্গা পা রাখবেন বাপের বাড়ি
Continues below advertisement
আজ ষষ্ঠী। সন্ধেয় দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন। মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই ষষ্ঠীর সকাল থেকে দেবীর আবাহনের প্রস্তুতি৷ এরই মাঝে থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উত্সব।
Continues below advertisement