রাজ্য জুড়ে যেদিন বিজয়া দশমী, তার ৯ দিন পর এখানে বাপের বাড়ি আসেন উমা। সাড়ম্বরে পুজো হয় ‘সোনামতি কুম্ভরানি’র। উত্তর দিনাজপুরের সিঙ্গারদহ গ্রামে। আজ অষ্টমী পুজো।