প্রশাসনের তরফে বিলি করা হচ্ছে পানীয় জলের পাউচ, তবুও চরমে দুর্গাপুর-আসানসোল ও বাঁকুড়ার একাংশে জলসঙ্কট
Continues below advertisement
দুর্গাপুর ব্যারাজ বিপর্যয়ের জেরে দুর্গাপুর-আসানসোল ও বাঁকুড়ার একাংশে চরমে জলসঙ্কট। প্রশাসনের তরফে জলের ট্যাঙ্কার ও পানীয় জলের পাউচ বিলি শুরু হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। বন্ধ পানীয় জল সরবরাহ। জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছে প্রশাসন। বিলি করা হচ্ছে পানীয় জলের পাউচ। কিন্তু, তা একদমই পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের।
Continues below advertisement
Tags :
Durgapur Barrage Lock-Gate Durgapur Barrage Lock Gate Repair Water Crisis ABP Ananda LIVE Durgapur Bankura Asansol Abp Ananda