Durgapur Barrage Lock-gate Repair: মাইথন-পাঞ্চেত্ থেকে ঢুকছে জল, দেখা দিচ্ছে জলসঙ্কট, কখন শুরু হবে মেরামতি?
Durgapur Barrage Lock-gate Repair: আজ নিয়ে ৩ দিন হতে চলল, কিন্তু এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। বাঁকুড়ার একাংশে চরমে জল-সঙ্কট। জল-সঙ্কটের আশঙ্কা দুর্গাপুর, আসানসোলেও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাইথন জলাধার বন্ধ করার দুদিন পরও জল আসছে। চলছে সেই জল বন্ধ করার চেষ্টা। গেট সংলগ্ন এলাকায় বালির বস্তা ফেলে জল আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। এই প্রক্রিয়া আজ দুপুর পর্যন্ত চলবে, তারপরেই লক গেট মেরামতির কাজ শুরু করা সম্ভব বলে জানাচ্ছে সেচ দফতর।
Tags :
Durgapur Barrage Repair Lock Gate Repair Irrigation Department ABP Ananda LIVE Bankura Asansol Abp Ananda