দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট: মেরামতি নিয়ে বাদানুবাদ মেয়র ও সেচ দফতরের আধিকারিকের, জলের সঙ্কটের আশঙ্কা, বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাতের সম্ভাবনা

Continues below advertisement
দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট মেরামতি নিয়ে মেয়র দিলীপ অবস্থির সঙ্গে সেচ দফতরের আধিকারিকদের বাদানুবাদ। পুরসভার সঙ্গে সমন্বয় না রাখার অভিযোগ। এদিকে, ব্যারাজ পুরোপুরি খালি হওয়ার আগেই সকালে বালির বস্তা ফেলে সাময়িকভাবে জল আটকে মেরামতির কাজ শুরু করেন সেচ দফতরের কর্মীরা। পুরো জল বেরোতে আরও কয়েকঘণ্টা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সেচ দফতরের দাবি, জল পুরোপুরি বেরিয়ে গেলে ৩১ নম্বর লকগেটের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু করা সম্ভব হবে। অন্যদিকে, জলের সঙ্কট রুখতে মজুত করা জলই আজ সরবরাহ করেছে দুর্গাপুর পুরসভা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর পুরসভা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে আগেই জল মজুত রাখতে বলা হয়। সেই জলই আজ ও কাল, এই দু’ দিন সরবরাহ করা হবে। দুর্গাপুর ব্যারাজ খালি করার জেরে মেজিয়া তাপবিদ্যুত্‍ কেন্দ্রে বিদ্যুৎ উত্পাদন স্বাভাবিক রাখা যাবে না বলে আশঙ্কা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram